বিদেশি উপসর্গ

বিভিন্ন বিদেশি ভাষার সঙ্গে সঙ্গে সে সব ভাষার কিছু কিছু উপসর্গও বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই সব বিদেশি ভাষার উপসর্গগুলোই বিদেশি উপসর্গ। তবে এই উপসর্গগুলো বাংলা বা সংস্কৃত উপসর্গের মতো নিয়ম মানে না। এগুলো যে কোন শব্দের সঙ্গেই যুক্ত হতে পারে। বিদেশি উপসর্গের কোন নির্দিষ্ট সংখ্যা নেই। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি শব্দের মতোই নতুন নতুন বিদেশি উপসর্গও বাংলায় গৃহীত হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ বিদেশি উপসর্গ নিচে দেয়া হলো-

কারদরনানিম
ফিবদবেবর
কম

ফারসি উপসর্গ-

ফারসি উপসর্গের প্রয়োগ-

উপসর্গঅর্থউদাহরণ/ প্রয়োগ
কারকাজকারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি
দরমধ্যস্থ, অধীনদরপত্তনী, দরপাট্টা, দরদালান
নানানাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক
নিমআধানিমরাজি, নিমখুন
ফিপ্রতিফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস
বদমন্দবদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম
বেনাবেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার
বরবাইরে, মধ্যেবরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ
সহিতবমাল, বনাম, বকলম
১০কমস্বল্পকমজোর, কমবখত

আরবি উপসর্গ-

উপসর্গঅর্থউদাহরণ/ প্রয়োগ
আমসাধারণআমদরবার, আমমোক্তার
খাসবিশেষখাসমহল, খাসখবর, খাসকামরা, খাসদরবার
লানালাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা
গরঅভাবগরমিল, গরহাজির, গররাজি

ইংরেজি উপসর্গ-

উপসর্গঅর্থউদাহরণ/ প্রয়োগ
ফুলপূর্ণফুলহাতা, ফুলশার্ট, ফুলবাবু, ফুলপ্যান্ট
হাফআধাহাফহাতা, হাফটিকেট, হাফস্কুল, হাফপ্যান্ট
হেডপ্রধানহেডমাস্টার, হেডঅফিস, হেডপন্ডিত, হেডমৌলভী
সাবঅধীনসাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর

উর্দু- হিন্দি উপসর্গ-

উপসর্গঅর্থউদাহরণ/ প্রয়োগ
হরপ্রত্যেকহররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা, হরেক
<

Super User