১৯
রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়

রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়
    জল-ঝুমঝুমি।
চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি॥
দুরন্ত অরণ্যা গিরি-নির্ঝরিণী
রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী
    শাখায় শাখায় ঘুম ভাঙায়
    ভীরু মুকুলের কপোল চুমি।
কুহ কুহু কুহরে পাহাড়ি কুহু
    পিয়াল-ডালে,
পল্লব-বীণা বাজায় ঝিরিঝিরি সমীরণ
    তারই তালে তালে।
  সেই জল-ছলছল সুরে জাগিয়া
সাড়া দেয় বন পারে বাঁশি রাখালিয়া;
  বউ কথা কও কোকিল পাপিয়া
পল্লির প্রান্তর ওঠে শিহরি
    বলে, চঞ্চলা কে গো তুমি
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম