২০
(আধুনিক গান)
বঁধু জাগাইল এ কোন পরম সুন্দরের তৃষা

(বঁধু) জাগাইল এ কোন পরম সুন্দরের তৃষা।
(মোর) হাসিয়া দিন যায়, পোহায় জাগরণে নিশা॥
এ ভীরু ফুলকলি জাগাও বঁধু
তোমার বুকে ছিল এ মধু
আমি পরম আনন্দ চাই
    দিয়ো না মিলনে বেদনা মিশা॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম