৪০
পলাশ্রী মিশ্র-কাহারবা
পলাশ ফুলের গেলাস ভরি

পলাশ ফুলের গেলাস ভরি
      পিয়াব অমিয়া তোমারে প্রিয়া।
চাঁদিনি রাতের চাঁদোয়া তলে
      বুকের আঁচল দিব পাতিয়া॥
নয়ন-মণির মুকুরে তোমার
দুলিবে আমার সজল ছবি
সবুজ ঘাসের শিশির ছানি
      মুকুতা-মালিকা দিব গাঁথিয়া॥
ফিরোজা আকাশে আবেশে ঝিমায়,
      দীঘির বুকে কমল ঘুমায়,
নীরব যখন পাখির কূজন
      আমরা দু জন রব জাগিয়া॥
ছাতিম তরুর শীতল ছায়ায়
      ঘুমাব মোরা প্রিয় ঘুম যদি পায়
বনের শাখা ঢুলাবে পাখা
      ঝরিবে রাঙা ফুল কপোল চুমিয়া॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম