৩৭
কাফি-সিন্ধু–কাহারবা

দুরন্ত বায়ু পূরবইয়াঁ
     বহে অধীর আনন্দে।
তরঙ্গে দুলে আজি নাইয়াঁ
     রণ-তুরঙ্গ ছন্দে॥
অশান্ত অম্বর-মাঝে
     মৃদঙ্গ গুরুগুরু বাজে,
আতঙ্কে থরথর অঙ্গ
     মন অনন্তে বন্দে॥
ভুজঙ্গী দামিনীর দাহে
দিগন্ত শিহরিয়া চাহে,
বিষণ্ণ ভয়-ভীতা যামিনী
          খোঁজে সে তার ছন্দে॥
মালঞ্চে এ কী ফুল-খেলা,
আনন্দে ফোটে যুথি বেলা,
কুরঙ্গী নাচে শিখী-সঙ্গে
     মাতি কদম্ব-গন্ধে॥
একান্তে তরুণী তমালী
অপাঙ্গে মাখে আজি কালি,
বনান্তে বাঁধা পল দেয়া
     কেয়া-বেণির বন্ধে॥
দিনান্তে বসি কবি একা
পড়িস কি জলধারা-লেখা,
হিয়ায় কি কাঁদে কুহু-কেকা
     আজি অশান্ত দ্বন্দ্বে॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম