২৪
মাঢ়-মিশ্র–কারফা
ঘরে যদি এলে প্রিয়

ঘরে যদি এলে প্রিয়
  নাও একটি খোঁপার ফুল।
আমার চোখের দিকে চেয়ে
  ভেঙে দাও মনের ভুল॥
অধর কোণের ঈষৎ হাসির আলোকে
বাড়িয়ে দাও আমার গহন কালোকে
যেতে যেতে মুখ ফিরিয়ে
         দুলিয়ে যেয়ো দুল॥
একটি কথা কয়ে যেয়ো, একটি নমস্কার,
সেই কথাটি গানের সুরে গাইবো বারবার
হাত ধরে মোর বন্ধু ভুলো
  তোমার মনের সকল ভুল॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম