জিলফ – তেতালা
একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে

একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
      ভ্রমর-কুন্তলা কিশোরী?
আধেক অঙ্গ জলে, রূপের লহর তোলে
    সে ফুল দেখে বেভুল সিনান বিসরি॥
একি নতুন ছবি,আঁখিতে দেখি ভুল,
কমল ফুল যেন তোলে কমল ফুল
    ভাসায়ে ঝিলের জলে অরুণ গাগরি।
  
    ঝিলের নিথর জলে আবেশে ঢল ঢল
    গলে পড়ে সে শত তরঙ্গে,
    শারদ আকাশে দলে দলে আসে
    মেঘ-বলাকা খেলিতে সঙ্গে!
    আলোক-মঞ্জরি প্রভাত-বেলা
    বিকশি জলে কি গো করিছে খেলা?
আবেশে বুকের আঁচলে ফুল উঠিছে শিহরি॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম