১৬
আনো গোলাপ-পানি আনো আতরদানি গুলবাগে

আনো গোলাপ-পানি আনো আতরদানি গুলবাগে
সহেলি গো খুব ভালো লাগে, সুমধুর লাগে॥
   বেদুইনি ছেলের বাঁশি কারে ডাকে
হেসে হেসে অনুরাগে॥
মরুযাত্রীদের উটের সারি
যেমন চাহে তৃষ্ণার বারি
তেমনই মম পিয়াসি পরান
   যেন কার প্রেম-অমৃত বারি মাগে॥
চাঁদের পিয়ালাতে জোছনা-শিরাজি ঝরে যায়
আমারি হৃদয় সুমধুর সে মধু পায়।
হায় হায়! বাদাম গাছের আঁধার বনে
মধুর নিশ্বাস ওঠে বুলবুলির শিসের সনে।
বিরহী মোদের কোথায় হাসে কোন মদিনাতে
   ফোরাত নদীর স্রোতের সম বুকে ঢেউ জাগে॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম