Miscellaneous Information

**ভাস্কর চক্রবর্তী** ছিলেন একজন আধুনিক বাঙালি কবি ও লেখক। তিনি ১৯৪৫ সালের ২২শে জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। তার লেখনীর প্রধান বিষয়বস্তু ছিল আধুনিক মানুষের নৈঃসঙ্গ্য, বিষাদ, শূন্যতাবোধ। তিনি তার কবিতায় শহর জীবনের কৃত্রিমতা, বিষাদ, নিঃসঙ্গতাকে তীব্রভাবে তুলে ধরেছেন। তার কবিতার ভাষা ছিল সংক্ষিপ্ত, তীক্ষ্ণ ও প্রতীকধর্মী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল: শীতকাল কবে আসবে সুপর্ণা (১৯৭২), এখন একলা আমি (১৯৭৫) * **যদি ভালোবাসা থাকে** (১৯৮০) * **কে কেন ইত্যাদি** (১৯৮৫) * **আজ কি শনিবার** (১৯৯৫) তিনি তার কবিতার জন্য একাধিক পুরস্কার লাভ করেন। তিনি ১৯৭৩ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার, ১৯৮৪ সালে রবীন্দ্র পুরস্কার এবং ১৯৯৫ সালে আনন্দ পুরস্কার লাভ করেন। তিনি ২০০৫ সালের ২রা ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যে একজন প্রথিতযশা কবি হিসাবে পরিচিত।

Articles