অজান খবর না জানিলে কিসের ফকিরি।
যে নূরে নূর নবী আমার তাহে আরশ-বারি৷
বলবো কি সেই নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা
ধরতে গেলে না যায় ধরা।
যৈছে রে বিজরি৷
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঐ নূর ঝলক দিচ্ছে তারি৷
সিরাজ সাঁই বলে রে লালন,
কর গে আপন দেহের বলন
নূরে নরে করে মিলন
ঐ রূপ থেকো রে নেহারি৷।

————

৪৯৯. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪২-৪৩; লালন-গীতিকা, পৃ. ১৬১-৬২

কথান্তর :

আভোগ–সিরাজ সাঁই বলে রে লালন
আপন দেহে কর অন্বেষণ
নূরে দূরে করে মিলন
যে করে হুঁশিয়ারি।।– বাংলার লোকসঙ্গীত পরিচিতি, পৃ. ৪৩৮

আভোগের ‘কর গে আপন দেহের বলন” অপেক্ষা “আপন দেহে কর অন্বেষণ” পাঠটি অধিক অর্থবহ। সমন্বিত পাঠটি এরূপে পুনর্গঠন করা যায় :

সিরাজ সাঁই বলে রে লালন
আপন দেহে কর অন্বেষণ
নূরে নরে করে মিলন
থেকো রে ঐ রূপ নেহারি৷

<

Lalon Fakir ।। লালন ফকির