আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
আনন্দ নিবাসে,
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
বিষাদের ঘরে।

আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
পথের ধুলায় হেঁটে আর
ঘাসে শুয়ে থেকে।
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
নালনের আখড়ায়, হাসন
রাজার
উৎসবের ফুল্ল কলরবে,
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
বদ্ধ ঘরে বড়ো একা-একা।

আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
গ্রীষ্মে পুড়ে-পুড়ে,
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
উন্মুক্ত মাথায় নিয়ে বুনো
বর্ষাকাল।
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
ভীষণ নৈঃশব্দ্যে,
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
গানের ঝর্নাতলায় অস্তিত্ব
ভিজিয়ে

আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
বিপুল রবীন্দ্রবিশ্ব পর্যটন
ক’রে,
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
আধুনিকদের, সুন্দরের আর
সত্যের সন্ধানে।

আমার জীবন কাটিয়ে দিয়েছি
শক্রতার সঙ্গে দাবা খেলে,
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি

বন্ধুত্বের প্রসন্ন ছায়ায়।
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
স্বপ্নের সোপান গ’ড়ে প্রহরে
প্রহরে
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
দুঃস্বপ্নের বহু চোরাবালিতে
তলিয়ে।
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
গদ্যময় এবড়োখেবড়ো দীর্ঘ
পথে,
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
কবিতা নামের কামিনীর সঙ্গে
রূপ-সরোবরে
কখনো সাঁতার কেটে, কখনো
গহীন
জঙ্গলে, পাহাড়ে ঘুরে, কখনো
নৌকায় মুখোমুখি
অচিন নদীর খরস্রোতে।

আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
জীবনের বাঁশি শুনে শুনে।
আমার জীবন আমি কাটিয়ে
দিয়েছি
মরণের সঙ্গে প্রায় কানামাছি
খেলে।
২১.৩.৯৪

Shamsur Rahman।। শামসুর রাহমান