কে বেশী সুন্দর ?
বালিকা যুবতী দুই,                      কারে দেখি কারে থুই
আমার নিকটে লাগে দুই মনোহর !
লাবণ্যে সৌন্দর্যে দোঁহে,                প্রাণ মোহে, মন মোহে,
বাঁশবনে ডোম কানা ! তেমনি ফাঁফর !
কারে বেশী ভালবাসি, কে বেশী সুন্দর ?


কে বেশী সুন্দর ?
যুবতীর ভরা গায়,                         লাবণ্য উছলে যায়,
নয়নে নলিন নীল, মুখে শশধর !
বালিকা তারকা হাসে,                      নিষ্কলঙ্ক নীলাকাশে,
সদা শুক্লপক্ষপূর্ণ ক্ষুদ্র কলেবর !
কারে রাখি কারে দেখি, কে বেশী সুন্দর ?


কে বেশী সুন্দর ?
শত মুখে ভালবাসে,                     তরঙ্গে মাতঙ্গ ভাষে,
যুবতী পদ্মার মত বহে খরতর !
ফুলবনে করে খেলা,                     প্রদোষ প্রভাত বেলা,
অনাবিল প্রেমধারা বালিকা নির্ঝর !
কারে থুয়ে কারে দেখি, কে বেশী সুন্দর ?


কে বেশী সুন্দর ?
প্রভাতের শতদলে,                           পরিপূর্ণ পরিমলে,
যুবতী সহস্র করে ফোটে
শিশিরের সেফালিকা,                  নিশি শেষে সে বালিকা,
খসে পড়ে ছোঁয় পাছে একটি ভ্রমর !
কারে থুয়ে কারে দেখি কে বেশী সুন্দর ?


কে বেশী সুন্দর ?
যুবতী বিজলীবালা,                          ত্রিভূবন করে আলা,
সগর্ব্বে চরণাঘাতে ভাঙে ধরাধর !
বালিকা জোনাকী হাসে,                     স্নেহের কিরণে ভাসে,
শিখেনি অশনি-লীলা আঁখি ইন্দিবর !
কারে বেশী ভালবাসি, কে বেশী সুন্দর ?
                                                                                       


কে বেশী সুন্দর ?
পদ্মবন পায়ে ঠেলি,                     রাজহংসী করে কেলি,
যুবতীর ঢেউয়ে কাঁপে মানসের সর !
লাজুক বালিকা টুনি,                      চুরি ক'রে গান শুনি,
ত্রিদিবের এক ফোঁটা দ্রব সুধাকর !
কারে বেশী ভালবাসি, কে বেশী সুন্দর ?


কে বেশী সুন্দর ?
আরক্ত সন্ধ্যার রবি,                        যুবতীর মুখ-ছবি,
অভিমানে হয় ম্লান বিপদে কাতর !
বালিকা ঊষার মত,                  ফোটে যত শোভা তত,
রাঙ্গা মুখে দেখা যায় ভাঙ্গা ভাঙ্গা ডর,
কারে বেশী ভালবাসি, কে বেশী সুন্দর ?


কে বেশী সুন্দর ?
রাহু যেন উর্দ্ধশ্বাসে,                       দু'বাহু তুলিয়া আসে,
রমণী তেমনি হাসে বুকের উপর !
দূরে যদি শব্ দ  শোনে,                 বালিকা লুকায় কোণে,
খনির মণির মত ম্লান মনোহর !
কারে বেশী ভালবাসি, কে বেশী সুন্দর ?


কে বেশী সুন্দর ?
চুমার রাক্ষসী নারী,                         শতজন্ম অনাহারী,
দিনে রাতে খেয়ে চুমা ভরে না উদর !
বালিকা অত না বোঝে,                চুমা খেতে চোখ বোঁজে,
ছুঁইতে শিহরি উঠে কদম্ব-কেশর !
কারে বেশী ভালবাসি, কে বেশী সুন্দর ?

১০
কে বেশী সুন্দর ?
যুবতী আসিতে ঘরে,                     গৃহ কাঁপে পদভরে,
বিজয়ী বীরের মত নির্ভয় অন্তর !
বালিকা বলে না কথা,                   কোলের বালিশ যথা,
পিছ দিয়া ফিরে থাকে লাজে জড়সড় !
কারে বেশী ভালবাসি, কে বেশী সুন্দর ?
                                                                                        

Gobinda Chandra Das ।। গোবিন্দচন্দ্র দাস