রমণীর মন
কি যে ইন্দ্রজালে আঁকা,                   কি যে ইন্দ্রধনু-ঢাকা
কামনা-কুয়াশা-মাখা মোহ-আবরণ
কি যে সে মোহিনী-মন্ত্র রয়েছে গোপন !
কি যে সে অক্ষর দুটি,                    নীল নেত্রে আছে ফুটি,
ত্রিভূবনে কার সাধ্য করে অধ্যয়ন ?
কত চেষ্টা যত্ন করি,                          উলটি পালটি পড়ি,
কিছুতে পারি না অর্থ করিতে গ্রহণ !
কি যে সে অজ্ঞাত ভাষা,                দেব কি দৈত্যের আশা,
ঝলকে ঝলকে যেন করে উদ্গীরণ !
অতি ক্ষুদ্র দুই বিন্দু,                          অকুল অসীম সিন্ধু,
উথলি উঠিছে তাহে প্রলয়-প্লাবন !
ত্রিদিবের সুধা নিয়া,                           ধরণীর ধুলা দিয়া,
রসাতল নিঙাড়িয়া করিয়া মিলন,
ঢালিয়াছি কত ছাঁচে,                       মৃত্তিকা কাঞ্চন কাঁচে,
পারিনি তোমার আর করিতে গঠন,
রমণীর মন !
             

Gobinda Chandra Das ।। গোবিন্দচন্দ্র দাস