খাম্বাজ-মিশ্র কাহারবা
  
তোমার কুসুমবনে আমি আসিয়াছি ভুলে।  
তবু মুখপানে প্রিয় চাহো আঁখি তুলে॥  
         দেখি সেদিনের সম  
ওগো     ভুলে-যাওয়া স্মৃতি মম  
তব ও-নয়নে আজও ওঠে কি না দুলে॥
ওগো ভুল করে আসিয়াছি, জানি ভুলেছ তুমিও, 
তবু ক্ষণেকের তরে এ-ভুল ভেঙো না প্রিয়।
           তীর্থে এসেছি মম দেবীর দেউলে॥  
         তোমার মাধবী-রাতে  
         আসিনি আমি কাঁদাতে,  
কাঁদিতে এসেছি একা বিদায়-নদীর কূলে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম