দেশি-টোড়ি-মিশ্র কাহারবা

তোমারই প্রকাশ মহান এ নিখিল দুনিয়া জাহান।
তোমারই জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান॥
নিভিল কোটি তপন চাঁদ খুঁজিয়া তোমারে প্রভু,
কত দাউদ ইশা মুসা করিল তব গুণগান॥
তোমারে কত নামে হায় ডাকিছে বিশ্ব শিশুর প্রায়,
কত ভাবে পূজে তোমায় ফেরেশতা হুরপরি ইনসান॥
নিরাকার তুমি নিরঞ্জন ব্যাপিয়া আছ ত্রিভুবন,
পাতিয়া মনের সিংহাসন ধরিতে চাহে তবু প্রাণ॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম