কানাড়া একতালা

নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
হে প্রিয়তম
নিত্য নূতন রূপে আবার আসব এই হেথাই॥
চাঁদনি রাতে বাতায়নে রইবে চেয়ে উদাস মনে,
বলব আমি, ‘হারাইনি গো, নাই ভাবনা নাই;
আকাশ-লোকে তারার চোখে তোমার পানে চাই।’

সাঁঝ সকালে জল নিতে যাও যে বনপথ বেয়ে –
ঝরা মুকুল হয়ে আমি সে পথ দেব ছেয়ে।
বাতাস হয়ে লহর তুলে ঘোমটা মুখের দেব খুলে,
বলবে হেসে, ‘হায় কালা-মুখ, তোমার মরণ নাই?’

সত্যি, আমার নাই তো মরণ তোমায় ভালোবেসে,
তোমায় আরও পাবার আশায় এলাম নিরুদ্দেশে।
কাছে কাছে ছিলাম বলে
ভুলতে আমায় পলে পলে,
শয়ন-সাথে নাই বলে আজ নয়ন-পাতে পাই।
বাহির ছেড়ে আজ পেয়েছি অন্তরেতে ঠাঁই॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম