‘কিউবান ডান্সের’ সুর

দূর দ্বীপবাসিনী,
চিনি তোমারে চিনি।
দারুচিনির দেশের তুমি বিদেশিনি গো,
সুমন্দভাষিণী॥
প্রশান্ত সাগরে
তুফানে ও ঝড়ে
শুনেছি তোমারই অশান্ত রাগিণী॥
বাজাও কি বুনো সুর
পাহাড়ি বাঁশিতে?
বনান্ত ছেয়ে যায়
বাসন্তী হাসিতে।
তব কবরীমূলে
নব এলাচির ফুল
দুলে কুসুম-বিলাসিনী॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম