(গ্রীষ্ম)
কামোদ–শ্রী দাদরা

খর রৌদ্রের হোমানল জ্বালি
তপ্ত গগনে জাগি।
রুদ্র তাপস সন্ন্যাসী বৈরাগী॥
সহসা কখন বৈকালি ঝড়ে
পিঙ্গল মম জটা খুলে পড়ে,
যোগী শংকর প্রলয়ংকর
জাগে চিত্তে ধেয়ান ভাঙি॥
শুষ্ক কণ্ঠে শ্রান্ত ফটিকজল,
ক্লান্ত কপোত কাঁদায় কাননতল,
চরণে লুটায় তৃষিতা ধরণি
আমার শরণ মাগি॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম