জয়জয়ন্তী মিশ্র দাদরা

আঁধার রাতের তিমির দুলে আমার মনে।
দুলে গো আমার ঘুমে জাগরণে॥
হুতাশ-ভরা বাতাস বহে
আমার কানে কী কথা কহে,
দিনগুলি মোর যায় যে ঝরে
ঝরা পাতার সনে॥
গিয়াছে চলি, সুখের যাহারা ছিল গো সাথি,
গিয়াছে নিভে জ্বলিতেছিল যে শিয়রে বাতি।

স্মৃতির মালার ফুল শুকাইয়া
একে একে হায় পড়িছে ঝরিয়া,
বিদায়বেলার শুনি যে বাঁশি ক্ষণে ক্ষণে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম