আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে।
ফলবে ফসল, বেচব তারে কিয়ামতের হাটে॥
পত্তনিদার যে এই জমি
খাজনা দিয়ে সেই নবিজির
বেহেশ‍্‍তেরই তালুক কিনে বসব সোনার খাটে॥
মসজিদে মোর ধরাই বাঁধা, হবে নাকো চুরি,
‘মনকের’‘নকির’ দুই ফেরেশতা হিসাব রাখে জুড়ি।
রাখব হেফাজতের তরে
ইমানকে মোর সাথি করে,
রদ হবে না কিস্তি, জমি উঠবে না আর লাটে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম