আল্লা রসুল জপের গুণে কী হল দেখ চেয়ে।
সদাই ঈদের দিনের খুশিতে তোর পরান আছে ছেয়ে॥  
      আল্লার রহমত ঝরে  
      ঘরে বাইরে তোর উপরে,  
আল্লার রসুল হয়েছেন তোর জীবন-তরির নেয়ে॥ 
দুখে সুখে সমান খুশি, নাই ভাবনা ভয়,
(তুই) দুনিয়াদারি করিস, তবু আল্লাতে মন রয়।  
      মরণকে আর ভয় নাই তোর,  
      খোদার প্রেমে পরান বিভোর,
(এখন) তিনিই দেখেন তোর সংসার তোর ছেলেমেয়ে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম