আড়ানা – যৎ

বাজায়ে জল-চুড়ি কিঙ্গিণি,
কে চলো জলপথে উদাসিনী।
পথিক ডেকে বলো
ছল গো ছলছল
ছুঁতে উছলে জল
গরবিনি॥
তোমার কোল মাগি
কুলের হতভাগি
রহে ও কূলে জাগি
নিশীথিনী॥
বুকেতে বহে তরি,
চাহো না জলপরি
চলো সাগরে স্মরি
পূজারিনি॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম