ভাটিয়ালি – কার্ফা

কী হবে লাল পাল তুলে ভাই
সাম্পানের উপর।
তোর পালে যত লাগবে হাওয়া রে
ও ভাই ঘর হবে তোর ততই পর॥
তোর কী দুঃখ হায় ভুলতে চাস ভাই,
ছেঁড়া পাল রাঙিয়ে,
এবার পরান ভরে কেঁদে নে তুই
অগাধ জলে নেয়ে॥
তোর কাঁদনে উঠে আসুক রে
ওই নদীর থেকে বালুর চর॥
তুই কীসের আশায় দিবি রে ভাই
কূলের পানে পাড়ি,
তোর দিয়া সেথা না জ্বলে ভাই
আঁধার যে ঘরবাড়ি॥
তুই জীবনকূলে পেলিনে তায় রে
এবার মরণজলে তালাশ কর॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম