বাগেশ্রী মিশ্র – কারফা

ছলছল নয়নে মোর পানে চেয়ো না।
যাবে যাও, নয়নে জল নিয়ে যেয়ো না॥
থাকে ব্যথা থাক বুকে,
যাও তুমি হাসি মুখে,
আমার চাঁদিনি রাতি ঘন মেঘে ছেয়ো না॥
রঙিন পিয়ালাতে মম লোনা অশ্রু-জল ঢালি
পানসে কোরো না নেশা, জীবন-ভরা ব্যথা খালি।
ভুলিতে চাহি যে ব্যথা
মনে এনো না সে কথা,
করুণ সুরে আর বিদায়-গীতি গেয়ো না॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম