সারঙ-মিশ্র – কারফা

চাঁপা রঙের শাড়ি আমার
যমুনা-নীর ভরণে গেল ভিজে।
ভয়ে মরি আমি, ঘরে ননদি,
কহিব শুধাইলে কী যে॥
ছি ছি হরি একী খেল লুকোচুরি,
একলা পথে পেয়ে কর খুনসুড়ি,
রোধিতে তব কর ভাঙিল চুড়ি,
ছলকি গেল কলসি যে॥
ডাঁশা কদম্ব দিবে বলি হরি,
ডাকিল তরু-তলে কেন ছল করি,
কাঁচা বয়সি পাইয়া কিশোরী
মজাইলে, মজিলে নিজে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম