খাম্বাজ-পিলু – দাদরা

খ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়।
চলিতে নারি পথে দাঁড়ায়ে নিরুপায়॥
খুলে পড়ে গো বাজুবন্দ ধরিতে আঁচল,
কোন ঘূর্ণি বাতাস এল ছন্দ-পাগল,
লাগে নাচের ছোঁয়া দেহের কাচ-মহলায়।
হয়ে পায়েলা উতলা সাধে ধরিয়া পায়॥
খুলিয়া পড়ে খোঁপা, কবরী ফুলহার,
হাওয়ার রূপে গো এল কি বঁধু আমার,
এমনই দুরন্ত আদর সোহাগ তার,
এ কী পুলক-শিহরণে পরান মুরছায়॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম