গানগুলি মোর আহত পাখির সম
লুটাইয়া পড়ে তব পায় প্রিয়তম।।

                       বাণ বেধা মোর গানের পাখিরে
                       তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে,
                       লভিবে মরণ চরণে তোমার
                                              সুন্দর অনুপম।।

     তারা           সুখের পাখায় উড়িতেছিল গো নভে,
     তব             নয়ন শায়কে বিঁধিলে তাহাদের কবে।

                       মৃত্যু আহত কন্ঠে তাহার
                       একি এ গানের জাগিল জোয়ান,
                       মরণ বিষাদে অমৃতের স্বাদ
                                              আনিলে বিষাদ মম।।

(ভৈরবী–একতালা)

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম