স্বপ্নের সুযােগে তুমি দিয়েছিলে সবকিছু -সব 
 সমাজবন্ধের উর্ধে তােমাকেই অনুভব করে
 প্রিয় বাষ্পময় রূপে নিজেকে করেছি অনুভব,
 আবার বিশাল রৌদ্রে মনোলীনা হয়ে গেছাে ভােরে।
 এই যে মুহূর্ত, এই কাব্য, গীতি অমেয় তৃষ্ণার 
 অমেয় আকাঙক্ষা থেকে কত দিন কত কাল ব্যাপী
 রচনা করেছি তা তাে আমি জানি, স্বপ্নের নীলিমা।
 উদ্দাম তড়িতাহত শিশির মধুও হয়ে যায়,
 কুসুমের অভ্যন্তরে মধু হয়ে শান্ত হতে পারে।
 সেহেতু নিদ্রার প্রতি শরীরের, হৃদয়ে আর
 অন্যবিধ বিষয়ের, ব্যাপারের সুনিদ্রার প্রতি
 এখনাে শিথিল প্রীতি আমাদের হৃদয়ে রয়েছে।
 এইভাবে যেন থাকে, যেন কোনাে ভূগর্ভযুগীয় 
 অন্ধকারও নিভে গেলে সুনিদ্রায় শূন্যায়িত হই।

Binoy Majumdar ।। বিনয় মজুমদার