Binoy Majumdar ।। বিনয় মজুমদার

Miscellaneous Information

**বিনয় মজুমদার** ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও ইঞ্জিনিয়ার। তিনি ১৯৩৪ সালের ১৭ই সেপ্টেম্বর বার্মা (বর্তমানে মায়ানমার)-এর তেডো শহরে জন্মগ্রহণ করেন। বিনয় মজুমদারের কবিতার প্রধান বিষয়বস্তু ছিল প্রকৃতি, ভালোবাসা, জীবনের রহস্য, মৃত্যু ইত্যাদি। তিনি তার কবিতায় প্রতীক ও উপমার ব্যবহারে পারদর্শী ছিলেন। তার কবিতার ভাষা ছিল সরল, সুন্দর ও মাধুর্যময়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলি হল: * **নক্ষত্রের আলোয়** (১৯৫৮) * **ফিরে এসো, ফিরে এসো, চাকা** (১৯৬৮) * **আকাশের নীচে** (১৯৭২) * **একদিনের মায়া** (১৯৭৫) * **আমার ঈশ্বরী** (১৯৮০) তিনি তার কবিতার জন্য একাধিক পুরস্কার লাভ করেন। তিনি ১৯৭২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার, ২০০৫ সালে রবীন্দ্র পুরস্কার এবং ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। তিনি ২০০৬ সালের ১১ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বনগাঁ জেলার ঠাকুরনগরে মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যে একজন অমর কবি হিসাবে পরিচিত।

Articles