তােমায় যে-দিন পেয়েছি সে-দিন
            প্রাকস্মারণিক নয়
 ইতিমধ্যেই শিথিল আলিঙ্গন।
 ওষ্ঠ-নয়নে কামনা আলিম্পন
 মদিরেক্ষণা, কই?
 আনাে না এখন যখন-তখন
                সাদর সম্ভাষণ
 অনুপ অমিয়ময়।
 সখি, খেদ নেই
 কানে কানে বলি
 আমার ছোঁয়ায়
 বেজেছে সকলি উষসীর সুরে উঠেছে আকুলী
 কতাে কুমারীর বাসন্তীসঞ্চয়।
 ছলঅরুণ সাহারা
 তবু এ বিতান বাহারা।
 রজনীগন্ধা মদিরাবিভোল
 নয়নের নীল পাহারা
 রেখে গেছে তবু তাহারা।
 বনকুসুমের স্নেহসঞ্চয়
 মিলেছে আমার ঈশিকায়,
 মৌসুমী মৃগতৃষিকায়।
 অনুপ অমিয়ময়
 তব হৃদয়ের মাধুকরী প্রেম
 ধ্রুববাসরীয় নয়!
 তবুও নয়নে জমেছে আকাশী
 অকারণ অনুনয়।

Binoy Majumdar ।। বিনয় মজুমদার