এমন মুহূর্ত এসেছিল

একদিন আমার জীবনে

যে মুহূর্তে মনে হয়েছিল

সার্থক ভুবনে বেঁচে থাকা :

কালের আরণ্য পদপাত

ঘটেছিল আমার গুহায়।

জরাগ্রস্ত শীতের পাতারা

উড়ে এসেছিল কোথা থেকে,

সব কিছু মিশে একাকার

কাল-বোশেখীর পদার্পণে

সেদিন হাওয়ায় জমেছিল

অদ্ভুত রোমাঞ্চ দিকে দিকে;

আকাশের চোখে আশীর্বাদ,

চুক্তি ছিল আমৃত্যু জীবনে।

সে সব মুহূর্তগুলো আজো

প্রাণের অষ্পষ্ট প্রশাখায়

ফোটায় সবুজ ফুল,

উড়ে আসে কাব্যের মৌমাছি।

অসংখ্য মুহূর্তে গ’ড়ে তোলা

স্বপ্ন-দুর্গ মুহূর্তে চুরমার।

আজ কক্ষচ্যুত ভাবি আমি

মুহূর্তকে ভুলে থাকা বৃথা; –

যে মুহূর্ত অদৃশ্য প্লাবনে

টেনে নিয়ে যায় কক্ষান্তরে।

আজ আছি নক্ষত্রের দলে,

কাল জানি মুহূর্তের টানে

ভেসে যাব সূর্যের সভায়,

ক্ষুব্ধ কালো ঝড়ের জাহাজে॥

Sukanta Bhattacharya ।। সুকান্ত ভট্টাচার্য