মুখে যদি রক্ত ওঠে
সে-কথা এখন বলা পাপ।
এখন চারিদিকে শত্রু, মন্ত্রীদের চোখে ঘুম নেই ;
এ-সময়ে রক্ত-বমি করা পাপ ; যন্ত্রণায় ধনুকের মতো
বেঁকে যাওয়া পাপ ; নিজের বুকের রক্তে স্থির হয়ে শুয়ে থাকা পাপ।

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়