মাঝে মাঝে যদি আমি আর কারো পানে
আন মনে চেয়ে রই তিয়াসী নয়নে
জেনো, প্রিয়ে, সে আমার নয় ভালোবাসা
প্রেমের তিয়াসা নয়, রূপের তিয়াসা |
এমন সুন্দরী ধরা শ্যাম জ্যোত্স্নাবতী
নারী সে সুন্দরতর সুধা-স্রোতস্বতী |
আমারে লোভায় ওরা এমন শোভায়
প্রেমের পালঙ্ক হতে মন উড়ে য়ায় |
তবু, প্রিয়ে, সে আমার নয় চপলতা
প্রেমের অন্যতা নয়, তৃষ্ণার অন্যতা |
হৃদয় রয়েছে বাঁধা অচল নোঙরে
চাহনি ভাসিয়া ফিরে লহরে লহরে |
তারায় তারায় খুঁজি রহস্যের আলো
তুমি মোর ধ্রুবতারা, তোরে বাসি ভালো |

Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়