ওগো সুন্দরী, ওগো সুন্দরী রাধা,
শীতল জানিয়া তোমার ও দুটি চরণে পড়িনু বাঁধা |
কত জনে কত দেবতা মিলয় যেমন যাহার রুচি
কেহ গড়ে লয় কেহ খুঁজে পায় পন্ডিতজনে পুছি’ |
কত না আয়াসে ওরা তো করিল রহস্য পরিমাণ
আপনা হইতে মোরে মিলি’ গেল সুন্দরী ভগবান |
সুন্দরী ভগবান গো আমার সুন্দরী মোর নারী
সাগর হইতে উঠিয়া আসিলে হাতে লয়ে সুধা ঝারি |
দেবতার পদ প্রক্ষালি’ কেহ সে জলে মিটায় ক্ষুধা
আমার তিয়াসা ধন্য করিল নারীকন্ঠের সুধা |
নারীকন্ঠের সুধা গো আমার নারীকুন্তল বাস
এত সুখ মোর সহিবে কি যদি মেলি’ দাও কেশপাশ !
ঘেরি‘ দাও যদি কেশ দিয়া মোরে ঢাকি’ দাও যদি দেহ
সংজ্ঞা হারাব ও-সুরা চুমুকি’ সুরভি করিয়া লেহ |
সৃষ্টির সার ধরণী গো আর ধরণীর সার নারী
নারীর মাধুরী দশ ইন্দ্রিয়ে আহরিতে যদি পারি !
ধরণীর সার রমণী গো আর রমণীর সেরা সে
জনমে জনমে আমার লাগিয়া জনম মাগিল যে |
পরশি তাহার প্রতিটি অঙ্গ প্রতিটি অঙ্গ দিয়া
এ যে বিশ্বের আদি বহ্নি গো এসেছে কী রূপ নিয়া !
রূপের বহ্নি কেমন করিয়া এমন তন্বী হলো
এমন শীতল এমন কোমল এত লাবণ্যী হলো !
সারা সৃষ্টি সে গৌরীর মতো তপ করেছিল একা
তাই তার তনুরেখায় রেখায় লাবণ্য দিল দেখা |
তারায় তারায় যুগযুগান্ত অনঙ্গ পুড়ে মরে
শীতলিয়া ধরা তবে না এমন ফুলে ফলে ওঠে ভরে |
ধূলির আগুন ফুল হয়ে ফোটে ফুলের আগুন ফল
তারায় আগুন তরুণীর আঁখিতারা হয়ে ঝলমল |
সৃষ্টি সে আসি’ শেষ হয়ে গেছে তোমার দু’গাছি কেশে
অনন্ত কাল বিকশি’ উঠেছে তোমার অধর হেসে |
কোথা হতে তুমি আসিবে কেন গো তুমি তো আদির আদি
আপন আগুনে ফাগুন করেছ সৃষ্টির মায়া ফাঁদি’ |
       ওগো মায়াবিনী,  ওগো মায়াবিনী রাধা,
গোরোচনা গোরা অঙ্গে তোমার সৃষ্টির মায়া ফাঁদা |

       ওগো সুন্দরী, ওগো সুন্দরী রাধা,
বলো, কবে মোর হবে, সমাপন বাঁশরীর সুর সাধা |
বাঁশরির সুরে কাঁদা গো আমার কারে পাইবার আশা
কারে পাইবার কাহারে দিবার কার হইবার আশা !
সুবর্ণ করে নাও গো আমায় সুকন্ঠ করে নাও
ধ্বনিতে আমার প্রেমের পরশমণি পরশিয়া যাও |
সহজ সুরের গানটি গাহিব, গাহিব সহজ সুরে
বনের পাখির কন্ঠ আমার কন্ঠে দাও তো পুরে |
সহজ হবার সাধন সে যদি কঠিন সবার চেয়ে
করুণা কোরো না, ভিক্ষা দিয়ো না, অল্প কী হবে পেয়ে !
সরস মাটিতে হরষে ফুটিব শুচি সৌরভ লয়ে
যেখানে পড়িব বাস বিতরিব জিনিব সহজ জয়ে |
জিনিব সহজ জয়ে গো, বন্ধু, জিনিব তোমারে শেষে
ধূলায় চাইতে রিক্ত হইয়া বাহিরিব বরবেশে |
      ওগো একাকিনী, ওগো একাকিনী রাধা,
কেহ নাহি জানে তুমি আর আমি কোন অবাঁধনে বাঁধা |

Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়