(ধরার মানুষের গান)
মাটির ছেলে, দু-দিন পরে মাটিতে মিশাই

(মোরা)   মাটির ছেলে, দু-দিন পরে মাটিতে মিশাই।
(আসে)   খড়ের প্রতিমা হয়ে মা আমাদের তাই॥
  (সে)   কয় না কথা, দেয় না স্নেহ-কোল,
                মা, মা বলে যতই কেন বাজা না ঢাক-ঢোল,
 (তোর)    ক্ষুধা-তৃষ্ণার জ্বালা মেটে হয়ে
                        শ্মশান-ছাই॥
   (সে)    দেবতাদের চিন্ময়ী মা,
                 অসুরও পায় দেখা
                 মা-র অসুরও পায় দেখা–
 (মা-র)   জড় পাষাণ মূর্তি হেরে
                 শুধু মানুষ একা রে ভাই,
                         শুধু মানুষ একা।
 (মোরা)   মরে এবার আসব অসুর হয়ে,
                মুণ্ড মোদের দুলবে, রে ভাই,
                  মার কন্ঠে রয়ে।
  (নাই)    বিসর্জন যে জননীর,
  (সেই)    মাকে মোরা চাই॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম