উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে।
            দোলা লাগে, দোলা লাগে
    তোমার  চঞ্চল ওই নাচের লহরীতে॥
    যদি কাটে রশি, যদি     হাল পড়ে খসি,
            যদি  ঢেউ উঠে উচ্ছ্বসি,
            সম্মুখেতে মরণ যদি জাগে,
করি নে ভয়-- নেবই তারে, নেবই তারে জিতে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর