আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়–
বড়ো উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥
কেবল তুমিই কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি সাধ করে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো–
এই হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর