কিঁচ-কিঁচ!

জেরি মাথা বের করে দিল রবিনের পকেট থেকে। মনে হলো বানরটার উদ্দেশে চেঁচাচ্ছে।

ভয় পাস না, জেরি। ও আমাদের ক্ষতি করবে না, অভয় দিল রবিন।

কিন্তু আচমকা বানরটা গাছ থেকে ঝোলা বড়, লাল এক ফল আঁকড়ে ধরল। তারপর ছুঁড়ে দিল ক্যানু লক্ষ্য করে।

দেখো! সাবধান করল কিশোর।

ফলটা ছলাৎ করে পানিতে পড়ল।

বানরটা খিচিয়ে উঠল আরও জোরে।

আরেকটা ফল পেড়ে নিল।

ছুঁড়িস না! চেঁচাল রবিন।

কিন্তু বানরটা লাল ফলটা সোজা ছুঁড়ে দিল ওদের উদ্দেশে।

আবারও মাথা নোয়াল তিন বন্ধু। পানিতে ছলাৎ করে পড়ল ফলটা।

করিস কী! চেঁচিয়ে উঠল রবিন।

কিন্তু বানরটা দুহাত নেড়ে তীক্ষ্ণ ডাক ছাড়ল আবারও।

খাইছে! বানরটা তিন নম্বর ফলটা পেড়ে নিয়ে ওদের দিকে ছুঁড়ল। ধুপ করে ক্যানুর ভিতরে পড়ল ওটা। আম।

মুসা আমটা তুলে নিল। এবার উঠে দাঁড়িয়ে পাল্টা ছুঁড়ে মারল বানরটার উদ্দেশে।

লক্ষ্যভ্রষ্ট হলো। দুলে উঠল ক্যানু। প্রায় পড়ে যাওয়ার দশা হলো মুসার।

আরও জোরাল ডাক ছাড়ল বানরটা।

চলে যা বলছি! চেঁচাল রবিন। এমন দুষ্টু বানর আর দেখিনি!

ডাক ছাড়া বন্ধ করল বানরটা।

রবিনের দিকে চাইল। তারপর দোল খেয়ে ঢুকে পড়ল জঙ্গলের ভিতরে।

মনে হয় মনে চোট পেয়েছে, বলল রবিন।

পাকগে, বলল কিশোর। আম ছুঁড়বে কেন?

খাইছে, বৃষ্টি হচ্ছে, বলল মুসা।

কী? কিশোর মুখ তুলে চাইল। এক ফোঁটা পানি ওর চোখে পড়ল।

হায়, হায়, বলে উঠল রবিন।

হায় হায় করার কিছু নেই, বলল কিশোর। এর নাম রেইন ফরেস্ট।

দমকা বাতাস দুলিয়ে দিল ক্যানুটাকে। আকাশে বাজের গুড়-গুড় শব্দ।

ঝড়ের মধ্যে নদীতে থাকা বিপজ্জনক, বলল কিশোর। আমাদেরকে তীরে ফিরতে হবে। এখুনি।

কিন্তু কীভাবে? বলল রবিন। পানিতে নামা যাবে না। পিরানহা, সাপ আর কুমির ধরবে।

এসময় তীক্ষ্ণ চিঙ্কার বাতাস চিরে দিল আবারও।

খাইছে! বানরটা আবার ফিরে এসেছে।

ওটা এখন লম্বা এক লাঠি তাক করেছে ক্যানুর দিকে।

মুসা ঝুঁকে বসল। বানরটা কি লাঠিটা ছুঁড়ে মারবে ওদের দিকে? বর্শার মত?

রবিন তড়াক করে দাঁড়িয়ে বানরটার মুখোমুখি হলো।

সাবধান! ওর কিন্তু মাথা খারাপ, সতর্ক করল মুসা।

কিন্তু বানরটা সরাসরি রবিনের দিকে চেয়ে রয়েছে। আর রবিন চেয়ে রয়েছে বানরটার দিকে।

দীর্ঘ দুমুহূর্ত বাদে, বানরটা যেন হেসে ফেলল।

রবিনও পাল্টা হাসল।

কী হচ্ছে এসব? কিশোরের জিজ্ঞাসা।

ও আমাদেরকে হেল্প করতে চায়, বলল রবিন।

কীভাবে করবে? প্রশ্ন করল কিশোর।

লম্বা লাঠিটা বাড়িয়ে দিল বানরটা।

অপর প্রান্ত চেপে ধরল মুসা।

বানরটা লাঠি ধরে টানছে। ক্যানু ভেসে যেতে লাগল ওর দিকে।

নদীর তীরে ক্যানুটা টেনে নিয়ে গেল বানরটা।

<

Super User