এ-পারেতে কালো রঙ বৃষ্টি পড়ে ঝম্ ঝম্
ও পারেতে গাছে শুধু লঙ্কা টুকটুক করে,
কালা ধলা ভাই আমার মন কেমন করে !
মাঠে নাই পাকা ধান, মই দেব কি ?
কাস্তে কোদাল থাকে আন, শান্ দিয়ে দি |

মুগুর হাতুড়ি দাও কাঁটা ঠুকে নেব
হাসিমুখে ঠোঁটরাঙা পান খেয়ে দেব |
নদীতে কাটালে বান, ডিঙি ভেঙে খান্ খান্
এ-বারেতে যাদুমনি কেমন করে যাই
আবার জোয়ার এলে হবে না কামাই |
       ঘরে আছে খুদকুঁড়ো
       তাতে দিও নুনের গুঁড়ো
       লঙ্কা দুটো ছিঁড়ে তাই—
               চাঁদমুখে খাও |
       বাদল গেলে দেব তোমায়
               পুলি পোলাও |

Super User