সাধুর সঙ্গে সাধুর সঙ্গ সর্ব শাস্ত্রে কয়।
সাধুর সঙ্গ নেয়া মাত্র কৃষ্ণপ্রাপ্ত হয়
             আমার সাধুর সঙ্গ হইল কৈ।।
যদি সাধুর সঙ্গ হত
অঙ্গ অঙ্গে মিশে যেত
             সে ভাব আমার হইল কৈ।।
সোনাতে সোহাগা দিলে
কঠিন সোনা যায় গলে,
             আমার হিয়া গলিল কৈ।।
মুখে গুরু গুরু বলি
অন্তরেতে জুয়াচুরি,
দেখিলে অমনি পরের নারী
             ঐ রসে মাতিয়া রই।।
ফকির লালন বলে,
আমার গুরু-নামে পাষাণ গলে
             আমার মন-পাষাণ গলে কৈ।।


হারামণি, ৮ম খণ্ড, পৃ. ২

<

Lalon Fakir ।। লালন ফকির