সাধন বিফল বরজখ বিনে।
এখানে সেখানে বরজখ মূল ঠিকানা
দেখ মনে মনে।
বরজখ ঠিক না হয় যদি
ভুলাইবে শয়তান গিধি
হারিয়ে রূপ নানা বিধি
চিনবি তারে কিরূপ প্রমাণে।
চার ভেঙ্গে দুই হল যে একা
এই দুই বরজখ লেখাজোখা
মনে প’ল আর এক ধোকা
এক মনে দুই কইরা ধেয়ানে।।
নৌকা ঠিক নয় বিনা পারায়
নিরাকারে মন কি দাঁড়ায়
লালন মিছে ঘুরে বেড়ায়
অধর ধরতে চায় বরজখ বিনে।।

————

৩৬৭. হারামনি, ৭ম খণ্ড, পৃ. ১৪

হারামনি, ২য় খণ্ডেও গানটি সংকলিত হয়েছে; এতে সঞ্চারী স্তবকটি অনুপস্থিত। এছাড়া কিছু পাঠভেদ আছে। পৃ. ৪৯

<

Lalon Fakir ।। লালন ফকির