গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে।
তোমার দয়া বিনে তোমার সাধবো কি মতে।।
            তুমি যারে হও গো সদয়
            সে তোমারে সাধনে পায়
            বিবাদী তার স্ববশে রয়
                        তোমার কৃপাতে।।
            যন্ত্রেতে যন্ত্রী যেমন
            যেমত বাজায় বাজে তেমন
            তেমনি যন্ত্র আমার মন
                        বোল তোমার হাতে।।
            জগাই মাধাই দস্যু ছিল
            তারে গুরুর কৃপা হল
            অধীন লালন দোহাই দিল
                        সেই আশাতে।।

লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২৬-২৭;
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৬৩;
লালন-গীতিকা, পৃ. ৩১৭-১৮

<

Lalon Fakir ।। লালন ফকির