জান রে মন, সেই রাগের কারণ।
যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ।।

শত কোটি গোপী সঙ্গে 
কৃষ্ণ-প্রেম রসরঙ্গে 
              ও সে টলের কার্য নয় 
              অটল না বলায় 
                             সেই বা কেমন।। 

সাম্বু রসের উপাসনা 
না জানিলে রসিক হয় না 
              লালন বলে সে যে 
              নিগূঢ় করণ ব্রজে 
                            অকৈতব ধন।। 

——————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৯
বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ২৮৯

<

Lalon Fakir ।। লালন ফকির