জান রে মন, সেই রাগের করণ।
যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ।
শত কোটি গোপী সঙ্গে
কৃষ্ণ-প্রেম রসরঙ্গে
ও সে টলের কার্য নয়
অটল না বলায়
সেই বা কেমন।
রাধাতে কি ভাব কৃষ্ণের
কি ভাবে বশ গোপিকার
সে ভাব না জেনে
সে সঙ্গে কেমনে
পাবে কোন জন।
সাম্বু রসের উপাসনা
না জানিলে রসিক হয় না
লালন বলে, সে যে
নিগূঢ় করণ ব্রজে
অকৈতব ধন।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৯; লালন-গীতিকা, পৃ. ৯৭-৯৮; বাউল কবি লালন শাহ, পৃ. ২৮৯

<

Lalon Fakir ।। লালন ফকির