খুঁজে ধন পাই কি মতে,
            পরের হাতে ঘরের কলকাটি।
শতেক তালা মালকুঠি।।
শব্দের ঘরে নিঃশব্দের কুঁড়ে
সদাই তারা আছে জুড়ে,
            দিয়ে জীবের নজরে ঘোর টাটি।।
আপন ঘরে পরের কারবার,
আমি দেখলাম নারে তার বাড়ি-ঘর,
            আমি বেহুঁস মুটে কার মোট ঘাটি।।
থাকতে রতন ঘরে
এ কি বেহাত আজ আমারে,
            লালন-বলে, মিছে ঘর-বাটি।।


শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ‘লালন ফকিরের গান’, প্রবাসী, মাঘ ১৩২২
কথান্তরঃ   ১. পরের হাতে কলকাঠি। – বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৭৫
            ২. শতেক তলো আঁটা মানকুঠী। – লালন-গীতিকা, পৃ. ১০১

<

Lalon Fakir ।। লালন ফকির