খুল নে কেনে সে ধন,
           (ও তার) গায়ক বিনে।
(কত) মুক্তা-মণি রেখেছে সে ধনী,
           (সে ধন) বাঁধাই করে যে দোকানে।।
সাধু মহাজন যারা,
মালের মূল্য জানে তারা।
মূল্য দিয়ে লন
অমূল্য রতন
           সে ধন জেনে-শুনে তারাই কেনে।।
মাকাল ফলের রতন দেখে
(যেমন) ডালে বসে নাচে কাকে।
তেমনি আমার মন
চটকে বিমন
           (মন তুই) দিন ফুরালি দিনে দিনে।।
মন তোমার গুণ জানা গেল
পিতল কিনে সোনা বল।
অধীন লালন বলে, মন
চিনলি নে সে ধন
           মূল হারালি (মন তুই) নিজের গুণে।।


শ্রীকরুণাময় গোস্বামী, ‘হারামণি’, প্রবাসী, ভাদ্র ১৩২২
কথান্তরঃ ১. গ্রাহক; ২. তার।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৪০

<

Lalon Fakir ।। লালন ফকির