বিনা পাগালে গড়িয়া কাচি করছ নাচানাচি।
মনে মনে ভাবছ বুঝি, কামার বেটারে আমি ঠকাইছি।।
            জানা যাবে এসব নাচন
            কাচিতে কাটবে না যখন
                        কারে করবি দুষি।
শুধু লোহায় কাটবে না ত টানবি মিছামিছি।।
            পাগলের গোবধ আনন্দ
            মন রে তোমার সেহি ছন্দ
                        দেখে ধন্ধ আছি।
নিজ মরণ পাগল বোঝে, তাও তোমার নাই বুঝি।।
            জানা গেল এসব লীলে
            আপন পাকে আপনি প’লে
                        আরও মহাখুসী।
সিরাজ সাঁই বলে রে লালন, জ্ঞান হৈল তোর নৈরাশী।।


হারামণি, ৫ম খণ্ড, পৃ. ২২
কথান্তরঃ
১. ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি।
২. বোঁটা অস্ত্র টেনে কেবল মরছ মিছামিছি
৩. লালন বলে সঙ্গ গুণে জ্ঞান হৈল নৈরাশী
লালন সঙ্গীত, পৃ. ১১৬

<

Lalon Fakir ।। লালন ফকির