বিনা মেঘে বরষে বারি।
শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি।৷
ও তার না সকাল বিকাল
নাহি তার কালাকাল
অবধারী।
মেঘ-মেঘেতে সৃষ্টির কারবার,
তারাও সকল ইন্দ্র রাজার
আজ্ঞাকারী।।
নীরসে সুরস কোরে
সবাই কি তা জানতে পারে
সাঁইর কারিগরি।
ও তার এক বিন্দু পরশে
সে জীব অনায়াসে
হয় অমরি৷।
ব্রহ্মাণ্ডের জীবন
বারি হতে শপ বিমোচন
হয় সবারি।৷
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন
চিনে তোর মহাজন
থাক নেহারি।।

————

৩২৭. লালন-গীতিকা, পৃ. ১২৫-২৬

কথান্তর :

বিনা মেঘে বর্ষে বারি

সুরসিক হলে মর্ম জানে তারি৷
মেঘ-মেঘিতে সৃষ্টির কারবার
তারাই সবে ইন্দ্ররাজার
আজ্ঞাকারী।
যেজন সুধাসিন্ধু পাশে
ইন্দ্ররাজার নয় সে
অধিকারী।।
সুরসে নীরস ঝরে
সবাই কি তাই জানতে পারে
সাঁইয়ের কারিকুরি
যার এক বিন্দু পরশে
এ জীব অনায়াসে
হয় অমরি।।
বারিতে হয় ব্রহ্মাণ্ডের জীবন
বারি হতে হয় জীবের পাপ বিমোচন
হয় সবারি।
দরবেশ সিরাজ কয়, লালন
চিনে সেই মহাজন
থাক নেহারি৷

লালন-সঙ্গীত, পৃ. ২২২; বাউল কবি লালন শাহ, পৃ. ২৮৭

<

Lalon Fakir ।। লালন ফকির