অন্তরে যার সদায় সহজ রূপ জাগে
সে নাম বলুক না বলুক মুখে ,
যাহার উৎপত্তি সংসার,
নামের অন্ত নাহিকো তার
বলুক সে নাম ইচ্ছে হয় যার
নাম বলে যদি রুপ দেখে।

যে নেয় গুরু রুপ আরশি
ভুবন জুড়ে ভুলায় তারি
ধন্য তাহার রুপ নেহারি
রুপ দেখে রয় ঠিক রাগে ।

নামের চেয়ে রুপ নেহারা
সর্বজয় সাধক তারা
সিরাজ সাঁই কয় লালন ভেড়া
আ’লি গেলি কিসের লাগি ।

<

Lalon Fakir ।। লালন ফকির