মরার আগে মলে শমন জ্বালা ঘুচে যায়।
জান গে কেমন মরার কিরূপ জ্বালা তার দেয়।।
জেন্তে মরিয়ে সুদন
লয়ে খানকা তাজ তখন
ভেক সাজায় রূহ ছাপাই হয়
কিসে তাহার কবর কোথায়।।
মরার সিঙ্গার ধরে
উচিত জানাজা করে
যে যথায় সেই মরা
আবার মরিলে জানাজার কি হয়।।
কথায় হয় না সে মরা
তাদের করণ বেদ ছাড়া
লালন বলে, সমঝে করো সর্বদায়
মরার হাড় গলায়।

————

৩৪১. লালন-গীতিকা পৃ. ১৪৭-৪৮

<

Lalon Fakir ।। লালন ফকির